জন্মহার বাড়াতে বিনামূল্যে দুধ ও শিশু পরিচর্যা পণ্যে ভর্তুকি দেবে চীন

চীনের সাংহাইয়ে শিশুদের স্ট্রলারে করে পার্কে বেড়াতে নিয়ে এসেছেন অভিভাবকরা। প্রতীকী ছবি: রয়টার্স
চীনের সাংহাইয়ে শিশুদের স্ট্রলারে করে পার্কে বেড়াতে নিয়ে এসেছেন অভিভাবকরা। প্রতীকী ছবি: রয়টার্স

চীনের ইনার মঙ্গোলিয়া প্রদেশে শিশু জন্মহার বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। সন্তান জন্ম দেওয়া নারীদের প্রতিদিন এক কাপ করে বিনামূল্যে দুধ দেওয়ার পাশাপাশি শিশু পরিচর্যায় ব্যবহৃত উপকরণ ও সেবায় ভর্তুকি দেওয়ার অঙ্গীকার করেছে রাজধানী হোহোটের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

চীনে জনসংখ্যা বাড়ানোর উদ্যোগে অংশ নিচ্ছে স্থানীয় প্রদেশগুলো।

চীনজুড়ে ২০টি প্রাদেশিক প্রশাসন শিশু পরিচর্যায় ভর্তুকি দিতে শুরু করেছে বলে জানিয়েছে চীনের গণমাধ্যম শিনহুয়া।

সাম্প্রতিক সময়ে চীনে নীতিনির্ধারকদের বিশেষ নজরের বিষয়ে পরিণত হয়েছে জনসংখ্যা বাড়ানো। যার ফলে, তরুণ-তরুণীদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে এবং সন্তান নিতে উৎসাহী করে তুলতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছেন তারা।  

২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে। পাশাপাশি, বিয়ের সংখ্যা কমেছে টানা পাঁচ বছর ধরে, যা নতুন এক অনাকাঙ্খিত রেকর্ডের সৃষ্টি করেছে। ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে ভারত।

দেশটির জনসংখ্যা  এক নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর পেছনে মূল কারণ ১৯৮০ থেকে ২০১৫ পর্যন্ত চালু থাকা 'এক সন্তান' নীতি, নগরায়ন ও পরিবারের দেখভাল করার উচ্চ খরচ। ২০২১ থেকে উর্ধ্বে তিন সন্তান নেওয়ার অনুমতি পেয়েছেন দম্পতিরা।

এ মাসের শুরুর দিকে চীনের পার্লামেন্টের বার্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী লি কিয়াং শিশু পরিচর্যায় ভর্তুকি ও বিনামূল্যে প্রিস্কুল শিক্ষার ঘোষণা দেন। জম্মহার বাড়াতেই এসব উদ্যোগ।

হোহোট শহরের প্রশাসন জানিয়েছে, দম্পতিরা তাদের প্রথম সন্তান জন্মের পর এককালীন ১০ হাজার ইউয়ান (প্রায় এক হাজার ৩৮২ মার্কিন ডলার) এবং দ্বিতীয় সন্তান জন্মের পর টানা পাঁচ বছর ধরে বছরে ১০ হাজার ইউয়ান করে পেমেন্ট পাবেন।

তৃতীয় সন্তানের ক্ষেত্রে ১০ বছর ধরে ওই পরিমাণ অর্থ পাবে দম্পতিরা। স্থানীয় বাসিন্দাদের গড় বার্ষিক আয়ের চেয়ে ওই অর্থের পরিমাণ প্রায় দ্বিগুন।

১ মার্চের পর সন্তান জন্ম দিয়েছেন এমন সব মায়ের জন্য দৈনিক ১ কাপ করে দুধ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে নগর প্রশাসন।

তারা দুইটি ডেইরি প্রতিষ্ঠানের কাছ থেকে তিন হাজার ইউয়ান মূল্যমানের ইলেকট্রনিক ভাউচার পাবেন, যার বিনিময়ে তারা বিনামূল্যে দুধ সংগ্রহ করতে পারবেন।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

18h ago