তুরস্কে ১৯০০ আন্দোলনকারী কারাগারে, ইস্তাম্বুলে ভারপ্রাপ্ত মেয়র নিয়োগ

তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভ থেকে এখন পর্যন্ত প্রায় ১৯০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: এএফপি

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে রোববার কারাগারে পাঠানোর পর থেকেই বিক্ষোভে উত্তাল তুরস্ক।

সরকারবিরোধী বিক্ষোভ থেকে এখন পর্যন্ত প্রায় ১৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

বিক্ষোভের মধ্যেই ইমামোগলুর দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদস্য নুরি আসলানকে বুধবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইমামোগলুর মেয়াদের বাকি সময় দায়িত্ব পালন করবেন।

সিএইচপি-প্রধান ইমামোগলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তিনি এরদোয়ানের চেয়ে এগিয়ে ছিলেন।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের বিপক্ষে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছিলেন এই নেতা।  

দুর্নীতি মামলায় ইমামোগলুকে আটকের পর কারাগারে পাঠানোর ঘটনায় প্রধান বিরোধী দল সিএইচপিসহ তুরস্কের অনেক রাজনৈতিক গোষ্ঠী তীব্র নিন্দা জানিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দও এ ঘটনার নিন্দা জানিয়েছে।  

রয়টার্স জানায়, সিএইচপি, অন্যান্য বিরোধী দল, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও পশ্চিমা দেশগুলো সবাই একমত—ইমামোগলুর বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এরদোয়ানের সম্ভাব্য নির্বাচনী হুমকি দূর করার একটি কৌশলমাত্র।

এরদোয়ান ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এরপর থেকে তিনি দেশটির প্রেসিডেন্ট। নির্বাচনে জালিয়াতিসহ রাজনৈতিক প্রতিপক্ষদের কারাবন্দী করার ও দমন-নিপীড়ন চালানোর অসংখ্য অভিযোগ আছে তার সরকারের বিরুদ্ধে।

ইমামোগলুর গ্রেপ্তার ও এ ঘটনাকে ঘিরে চলমান বিক্ষোভ নিয়ে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের 'পক্ষপাতদুষ্ট' বিবৃতিগুলো প্রত্যাখ্যান করেছে আঙ্কারা।

ইস্তাম্বুলে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুঞ্চ বলেন, ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে 'কমন সেন্স' আশা করছে আঙ্কারা।

তিনি দাবি করেন, আদালতের ওপর রাজনৈতিক প্রভাব খাটায় না সরকার। ইমামোগলুর বিরুদ্ধে অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

Comments

The Daily Star  | English

Ducsu AGS candidates: Rights, safety, reforms their top agendas

A total of 25 candidates are contesting for the post of assistant general secretary (AGS) in this year's Dhaka University Central Students' Union (Ducsu) election, scheduled for September 9.

14h ago