ইসরায়েলে হামাসের রকেট হামলা

গাজায় বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যার জবাবে রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে রকেট হামলার কথা জানিয়েছে হামাস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় ১০টি রকেট ছোড়া হয়, যার বেশিরভাগ প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে হামলার খবর জানিয়েছে।

ইসরায়েলি জরুরি বিভাগ জানিয়েছে, তারা একজনকে চিকিৎসা দিচ্ছে এবং তাদের বিভিন্ন দল রকেট হামলার স্থানগুলো পরিদর্শনে বের হয়েছে।

ইসরায়েলি জরুরি সেবা বিভাগের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, শহরের রাস্তায় ভাঙা গাড়ির জানালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।

রকেট হামলার পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী রকেট নিক্ষেপের কথা উল্লেখ করে মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরের বেশ কয়েকটি জেলার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তারা জানিয়েছে, 'হামলার আগে এটি একটি চূড়ান্ত সতর্কবার্তা।'

পরে তারা আরও জানায়, তারা একটি রকেট লঞ্চারে আঘাত হেনেছে, যেখান থেকে এর আগে রকেট ছোড়া হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন যাওয়ার পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রকেট হামলার বিষয়ে অবহিত করেন তার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু জোরালো প্রতিক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন।

ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন জানিয়েছে, গাজা থেকে ছোড়া রকেট হামলায় অন্তত ১২ জন সামান্য আহত হন, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago