ওয়াশিংটনে গুলিতে ইসরায়েলি দুই দূতাবাসকর্মী নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহতের ঘটনায় পুলিশ জায়গাটি ঘিরে রাখে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। রয়টার্স জানায়, ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে গুলিতে নারীসহ দুজন নিহত হয়েছেন।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, যেখানে গুলির ঘটনা ঘটেছে এটি নর্থইস্টের থার্ড অ্যান্ড এফ স্ট্রিট এলাকায় যেখানে মিউজিয়াম, এফবিআইয়ের একটি ফিল্ড অফিস এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস কাছাকাছি।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়েম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স- এ লেখেন, ইসরায়েলি দূতাবাসের দুজন কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।  

এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল বলেছেন ঘটনা সম্পর্কে তিনি ও তার দল জানেন এবং  তদন্তে তারা সহায়তা করছেন।

এসময় সবাইকে ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান তিনি।

এদিকে আটক ব্যক্তি সম্পর্কে ওয়াশিংটন পুলিশের প্রধান পামেলা স্মিথ এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহজনক ব্যক্তি এলিয়াস রদ্রিগেজকে হাতকড়া পরানোর পর, তিনি অস্ত্রটি কোথায় ফেলেছিলেন সেটি জানিয়েছেন এবং সেই অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে তিনি জানিয়েছিলেন, মিউজিয়ামের পাশ থেকে ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ওয়াশিংটনের এই ভয়াবহ হত্যাকাণ্ড, যা স্পষ্টভাবে ইহুদিবিদ্বেষ থেকে হয়েছে, এখনই বন্ধ করতে হবে!

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে ঘৃণা ও চরমপন্থার কোনো জায়গা নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় যারাই জড়িত, তাদের খুঁজে বের করা হবে।

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

16h ago