পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইউক্রেনে যুদ্ধবিরতি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে রাশিয়া ও ইউক্রেন, উভয় দেশের নেতাদের সমালোচনা করলেও সাম্প্রতিক সময়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছেন তিনি।

পুতিনকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, তিনি 'আগুন নিয়ে খেলছেন'।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।

সম্প্রতি কিয়েভে হামলা বাড়িয়েছে মস্কো। টানা তিনদিন ধরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প জানান, তিনি পুতিনের ওপর নাখোশ।

তিনি পুতিনকে 'বদ্ধ পাগল' বলেও অভিহিত করেন এবং মস্কোর বিরুদ্ধে নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেন বেসামরিক মানুষ লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলা ঠেকাতে ও পাল্টা জবাব দিতেই কিয়েভে হামলার মাত্রা বাড়ানো হয়েছে। মস্কোর দাবি, শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করতেই কিয়েভ এ ধরনের হামলা চালাচ্ছে।

রুশ ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একটি আবাসিক ভবন। ছবি: এএফপি
রুশ ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একটি আবাসিক ভবন। ছবি: এএফপি

ট্রাম্প মঙ্গলবার তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, 'পুতিন যে বিষয়টা বুঝতে পারছেন না, তা হলো- আমি না থাকলে রাশিয়ার জন্য অনেক খারাপ কিছু ঘটনা ইতোমধ্যে ঘটে যেত। আমি বলতে চাচ্ছি, সেসব ঘটনা সত্যিই অনেক খারাপ হতো। তিনি আগুন নিয়ে খেলছেন!'

তবে 'অনেক খারাপ' ঘটনাগুলো কী, তা নির্দিষ্ট করে বলেননি ট্রাম্প। সুনির্দিষ্ট কোনো হুমকিও দেননি মার্কিন নেতা।

কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন উভয়ই জানিয়েছে, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। এ সপ্তাহেই আসতে পারে এ বিষয়ে ঘোষণা।

রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি 'অবশ্যই' এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

পুতিন প্রসঙ্গে ট্রাম্পের সুর বদল

রুশ প্রেসিডেন্ট পুতিন। ছবি: এএফপি
রুশ প্রেসিডেন্ট পুতিন। ছবি: এএফপি

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক তিরস্কার পুতিনের প্রতি তার আগের মনোভাব থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বেশ কয়েকবার পুতিনের প্রশংসা করেছেন। যুদ্ধ অব্যাহত থাকার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দায় দিয়েছেন।

কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্প কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার অচলাবস্থায় মস্কোর অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

চলতি সপ্তাহের শেষ দিকে রাশিয়া যখন ইউক্রেনে বড় আকারে ড্রোন হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জনকে হত্যা করে তখন সেই হতাশা আরও তীব্র হয়ে ওঠে।

রোববার রাতে ট্রুথ সোশালে ট্রাম্প বলেন, 'রাশিয়ার (প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই ভালো সম্পর্ক ছিল। কিন্তু তার কিছু একটা হয়েছে।'

'তিনি বদ্ধ পাগল হয়ে গেছেন! অকারণে অসংখ্য মানুষকে হত্যা করছেন তিনি এবং আমি শুধু সেনাদের কথা বলছি না', যোগ করেন ট্রাম্প।

আটদিন আগে ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটি ফোনালাপ সত্ত্বেও রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে। সেসময় ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট 'অবিলম্বে' যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন।

এখনো ট্রাম্পের মন্তব্যের কোনো জবাব দেয়নি ক্রেমলিন। তবে এর আগে অচলাবস্থার জন্য কিয়েভকে দায়ী করেছে পুতিনের প্রশাসন।

খারকিভে রুশ ড্রোন হামলার পর আগুন ধরে যায়। ছবি: এএফপি
খারকিভে রুশ ড্রোন হামলার পর আগুন ধরে যায়। ছবি: এএফপি

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 'রাশিয়ার উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনাকে নস্যাৎ করার জন্য কিছু ইউরোপীয় দেশের সহায়তায় কিয়েভ বেশ কয়েকটি উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে।'

রুশ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনের ড্রোন হামলায় বেসামরিক ব্যক্তিরা আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

২০ মে থেকে ২৭ মে'র মধ্যে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা দুই হাজার ৩৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

বুধবারও ড্রোন হামলা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।

রুশ কর্তৃপক্ষ বলছে, রাতভর হামলার মধ্যে ৩০০টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে। এরমধ্যে ৪২টি ড্রোন মস্কোর দিকে ধেয়ে আসছিল।

Comments

The Daily Star  | English

Victory day today: A nation born out of blood and grit

The tide of war had turned by mid-December in 1971. The promise of freedom was no longer a dream. It had hardened into tangible certainty.

7h ago