ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করলেন বিক্ষোভকারীরা

জো’স সী ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব রেস্তোরাঁর ফটকের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন ট্রাম্প। ছবি: এএফপি
জো’স সী ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব রেস্তোরাঁর ফটকের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন ট্রাম্প। ছবি: এএফপি

নিরাপত্তাজনিত কারণে মার্কিন প্রেসিডেন্টরা রেস্তোরাঁয় খাবার খেতে যান না বললেই চলে। গত মঙ্গলবার এক বিরল ঘটনায় সী ফুড খেতে হোয়াইট হাউসের কাছাকাছি এক রেস্তোরাঁয় গিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে  ঘটনা খুব একটা সুখকর হয়নি ট্রাম্পের জন্য। 

রেস্তোরাঁর ভেতর আগে থেকে অপেক্ষা করছিলেন বিক্ষোভকারীরা। তারা ট্রাম্পকে 'একালের হিটলার' বলে শ্লোগান দিতে থাকেন।

গত বুধবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর নেতৃত্ব দেন দেশটির নেতা অ্যাডলফ হিটলার। বিশ্বের সবচেয়ে নির্দয় ও হিংস্র মানবতা বিরোধী অপরাধীদের অন্যতম তিনি।

তার নেতৃত্বে বৈশ্বিক আধিপত্য স্থাপনের এক সহিংস লড়াইয়ে মেতে উঠেছিল তৎকালীন জার্মানি। ওই সংঘাতে বিশ্বজুড়ে লাখো-কোটি মানুষের প্রাণহানি হয়। পরবর্তীতে মিত্র বাহিনীর হাতে পরাজিত ও পরাস্ত হন তিনি।

একালের হিটলার 

ওয়াশিংটন ডিসির ফিফটিন্থ স্ট্রিটে অবস্থিত 'জো'স সী ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব' নামের রেস্তোরাঁয় ট্রাম্পের গাড়িবহর এসে পৌঁছায়। রেস্তোরাঁর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯১৩ সালে এর উদ্বোধন হয়েছিল। 

হোয়াইট হাউস থেকে জায়গাটি বেশি দূরে নয়। নিজের লিমুজিন গাড়ি থেকে যখন ট্রাম্প নেমে আসেন, তখন চার পাশে উল্লাসধ্বনি শোনা যায়। উপস্থিত জনতা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।

তবে একইসঙ্গে দেখা যায় বিপরীত চিত্রও।

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন দেখানোর নীতির প্রতিবাদে সেখানে উপস্থিত একদল বিক্ষোভকারী দুয়ো ধ্বনি দেন।

জো’স সী ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব রেস্তোরাঁর ফটকের সামনে ট্রাম্প, জেডি ভ্যান্স, পিট হেগসেথ ও মার্কো রুবিও। ছবি: এএফপি
জো’স সী ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব রেস্তোরাঁর ফটকের সামনে ট্রাম্প, জেডি ভ্যান্স, পিট হেগসেথ ও মার্কো রুবিও। ছবি: এএফপি

রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে গণমাধ্যমকে ট্রাম্প বলেন, 'আমরা ডিসির একদম কেন্দ্রে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা জানেন, গত ২০ বছর ধরে এটি অত্যন্ত বিপজ্জনক একটি জায়গা ছিল। কিন্তু গত এক বছরে পরিস্থিতি বদলে গেছে—এখন এখানে কার্যত কোনো অপরাধই নেই।'

তিনি আরও জানান, 'এক মাস আগেও আমি ডিসির কোনো সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকার' সাহস পেতাম না।'

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রেস্তোরাঁয় ঢোকার পর সেখানে খেতে আসা কয়েকজন মানুষের সঙ্গে হাত মেলান ট্রাম্প।

তারপর একদল বিক্ষোভকারীর মুখোমুখি হন তিনি। তারা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে বলতে থাকেন, 'ডিসিকে মুক্ত কর! ফিলিস্তিনকে মুক্ত কর! ট্রাম্প হচ্ছেন একালের হিটলার।'

ট্রাম্প তাদের দিকে এগিয়ে যান। হাত নেড়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাদের সঙ্গে কোনো কথা বলেননি রিপাবলিকান নেতা।

জো’স সী ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব রেস্তোরাঁর ফটকের সামনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ । ছবি: এএফপি
জো’স সী ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব রেস্তোরাঁর ফটকের সামনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ । ছবি: এএফপি

কয়েক সেকেন্ড পর জায়গাটি খালি করার জন্য তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীদের ইঙ্গিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর আবারও হাত নেড়ে কিছু একটা বলার চেষ্টা করেন তিনি।

সিক্রেট সার্ভিসের এজেন্টরা একে একে বিক্ষোভকারীদের সরিয়ে নিতে থাকেন। এ সময় তারা 'যাওয়ার সময় হয়েছে। এখন চলে যাওয়ার সময় হয়েছে', বলতে থাকেন।

রেস্তোরাঁ থেকে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকাসম্বলিত ব্যানার উঁচিয়ে ধরেন।

রেস্তোরাঁয় উপস্থিত বাকি মানুষদের কাউকে কাউকে 'ইউএসএ! ইউএসএ!' বলে শ্লোগান দিতে শোনা যায়। আবার কেউ কেউ দুয়ো ধ্বনিও দেন।

নারীবাদী সংগঠন কোডপিংক জানিয়েছে, ওই রেস্তোরাঁয় তাদের বিক্ষোভকারীরা উপস্থিত ছিলেন।

ওয়াশিংটন ডিসিতে চলমান অভিযান নিয়ে বিতর্ক 

গত ৭ আগস্ট থেকে মার্কিন কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে বড় আকারে অভিযান শুরু হয়েছে। এই অভিযানে একাধিক নিরাপত্তা সংস্থা অংশ নিচ্ছে। এই অভিযানের লক্ষ্য নগরীতে গৃহহীনতা, সহিংস অপরাধ ও সংশ্লিষ্ট অন্যান্য সমস্যার সমাধান করা।

ট্রাম্প সামাজিকমাধ্যমে এই অভিযানের মাধ্যমে শহরটির 'কেন্দ্রীয়করণ' করার হুমকি দিয়েছেন।

অর্থাৎ, তিনি চাইছেন ডেমোক্র্যেটিক পার্টির স্থানীয় সরকার নয়, রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকার শহরটির দেখভাল করবে। ঐতিহাসিকভাবে ওয়াশিংটন ডিসি ডেমোক্র্যেটিক পার্টির ঘাঁটি হিসেবে বিবেচিত। নগরীর বেশিরভাগ নির্বাচনেই কম-বেশি ৮০ শতাংশ ভোট তাদের পক্ষে যায়।

চলমান অভিযানে দমন-পীড়ন ও অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনার প্রতিবাদে নিয়মিত ডিসির সড়কে বিক্ষোভ করতে নেমেছেন শহরের বাসিন্দারা। সামরিক বাহিনী ও পুলিশের বাড়তি উপস্থিতিতে প্রায়ই শহরের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে বাসিন্দারা অভিযোগ করেছেন।

তবে ট্রাম্প বরাবরই বলে এসেছেন, 'বন্ধুরা' তাকে জানিয়েছেন, স্থানীয় রেস্তোরাঁগুলোতে ভিড় উপচে পড়ছে এবং সার্বিকভাবে অপরাধের মাত্রা কমে এসেছে।

নৈশভোজের বিস্তারিত

নৈশভোজে ট্রাম্পের সঙ্গে আরও ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পাশাপাশি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস ও ছিলেন।

রেস্তোরাঁয় ঢোকার আগে ট্রাম্প বলেন, 'রেস্তোরাঁগুলোতে দারুণ ব্যবসা হচ্ছে।'

'বছরের পর বছর (আতংকে) যেসব রেস্তোরাঁয় মানুষ যেতে পারতো না, এখন সেখানেও নৈশভোজ করতে যাচ্ছেন তারা', যোগ করেন তিনি।

রাত ১০টার পর হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।

নৈশভোজে অন্যদের পাশাপাশি ট্রাম্পের সঙ্গী ছিলেন তার প্রেস সচিব ক্যারোলিন লেভিটও।

তিনি জানান, রেস্তোরাঁয় প্রেসিডেন্ট কাঁকড়া, চিংড়ী, সালাদ, স্টেক ও ডেজার্ট খেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের খেতে যাওয়ার ঘটনাটি বেশ বিরল, কারণ তিনি ওয়াশিংটনে অবস্থানকালে সাধারণত হোয়াইট হাউস থেকে বের হন না।

একনায়ক ট্রাম্প?

হোয়াইট হাউস গত মঙ্গলবার জানায়, ওয়াশিংটনের যুগপৎ অভিযান শুরুর পর দুই হাজার ২০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ইতোমধ্যে লস অ্যাঞ্জেলসেও জুন মাসে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন ট্রাম্প। মূলত ডেমোক্র্যেট পার্টির নিয়ন্ত্রণাধীন অন্যান্য শহরেও তিনি ন্যাশনাল গার্ড পাঠানোর হুমকি দিয়েছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাল্টিমোর, নিউ অরলিন্স ও শিকাগো।

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে 'যুদ্ধ দপ্তর' করার আদেশ দিয়েছেন।

ট্রাম্পের লিমুজিন। ছবি: এএফপি
ট্রাম্পের লিমুজিন। ছবি: এএফপি

তবে বিষয়টি কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় আছে।  

ওই উদ্যোগের জবাবে ইলিনয় অঙ্গরাজ্যে ডেমোক্র্যেট পার্টির গভর্নর জেবি প্রিৎজকার মন্তব্য করেন, 'ট্রাম্প একনায়ক হতে চাইছেন'।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

10m ago