ল্যুভর জাদুঘর থেকে অলংকার চুরি
অবিশ্বাস্য হলেও সত্য। প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। চেইনের করাত নিয়ে চোরেরা ঢুকেছিলেন ল্যুভরের ভেতরে। শুধু তাই নয়, কঠোর নিরাপত্তা ভেদ করে তারা জাদুঘর থেকে অলংকার নিয়ে বেরিয়ে গেছেন।
আজ রোববার সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০ মিনিটের ভেতর চোরেরা জাদুঘরে ঢোকেন। তারা অলংকার চুরি করেছেন। সেগুলোর দাম যাচাই করা হচ্ছে।
পুলিশের ভিন্ন এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, চোরেরা ছোট চেইনের করাত নিয়ে স্কুটারে চড়ে জাদুঘরে ঢোকেন। তারা পণ্য বহনের যন্ত্র ব্যবহার করে তাদের কাঙ্ক্ষিত কক্ষে প্রবেশ করেন।
এর আগে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা জানান।
তিনি সমাজমাধ্যম এক্স-এ লিখেন, 'আজ সকালে ল্যুভর জাদুঘর খোলার সময় চুরির ঘটনা ঘটেছে।' আরও লিখেন, 'এ ঘটনায় কেউ হতাহত হননি। আমি ঘটনাস্থলে জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে আছি।'
ল্যুভরের এক্স অ্যাকাউন্টে বলা হয়, 'অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য' জাদুঘর বন্ধ আছে।
তবে এএফপির পক্ষ থেকে ল্যুভরে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির মন্তব্য পাওয়া যায়নি।
পৃথিবীর সবচেয়ে বেশি দর্শক আসেন ল্যুভর জাদুঘরে। গত বছর প্রায় ৯০ লাখ মানুষ এই জাদুঘরে এসেছিলেন।
এখানে লিওনার্দো দা ভিঞ্চির 'মোনালিসা'সহ বহু বিশ্বখ্যাত শিল্পকর্ম আছে।


Comments