কলম্বিয়াকে সব ধরনের ভর্তুকি-সহায়তা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। কোলাজ ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। কোলাজ ছবি: এএফপি

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াকে এখন থেকে আর কোনো ধরনের আর্থিক সহায়তা বা ভর্তুকি দেবে না যুক্তরাষ্ট্র।

আজ রোববার এই তথ্য জানিয়েছে সিএনএন।

এক সময় দুই দেশ একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও, গত বেশ কিছুদিন ধরেই বোগোতার সঙ্গে ওয়াশিংটনের রেষারেষি চলছে।

এবার সেই দ্বৈরথকে নতুন মাত্রায় নিয়ে গেছেন ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে গত কয়েক মাসে বেশ কয়েকবার বাদানুবাদে জড়িয়েছেন তিনি।

আজ সকালে সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কলম্বিয়ায় মাদক উৎপাদন বন্ধে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছেন না গুস্তাভো পেত্রো।

'আমেরিকার কাছ থেকে বড় আকারে আর্থিক সহায়তা ও ভর্তুকি পাওয়ার পরও তিনি এটা করেন না। (এ ঘটনার পর) সহায়তা অব্যাহত রাখা দীর্ঘ মেয়াদে আমেরিকাকে ঠকানো ছাড়া আর কিছুই নয়', বলেন ট্রাম্প। 

প্রেসিডেন্ট বলেন, '(যার ফলে) আজ থেকে কলম্বিয়াকে এসব পেমেন্ট বা অন্য যেকোনো ধরনের অর্থ সহায়তা বা ভর্তুকি দেওয়া হবে না।'

ট্রাম্প মত দেন, পেত্রোকে কলম্বিয়ার মাদক উৎপাদনকেন্দ্রগুলো বন্ধ করার উদ্যোগ নিতে হবে। অথবা 'যুক্তরাষ্ট্রই তার হয়ে এগুলো বন্ধ করে দেবে এবং সেটা সুন্দর ভাবে করা হবে না।'

এয়ার ফোর্স ওয়ান থেকে নামছেন ট্রাম্প। ছবি: এএফপি
এয়ার ফোর্স ওয়ান থেকে নামছেন ট্রাম্প। ছবি: এএফপি

এর আগে অভিবাসন ও মাদক পাচার নিয়ে দুই নেতা তর্কে জড়িয়েছেন।

পেত্রোর সর্বশেষ অভিযোগ, ক্যারিবীয় সাগরে সামরিক অভিযান চালানোর সময় ট্রাম্প প্রশাসন এক নিরীহ কলম্বিয়ান নাগরিককে হত্যা করেছে।

গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেন পেত্রো।

সে সময় তিনি জনসম্মুখে মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানান তারা যেন ট্রাম্পের সব নির্দেশ না মানে। এ ঘটনার জেরে পেত্রোর মার্কিন ভিসা বাতিল করে ওয়াশিংটন। 

ট্রাম্প তার সর্বশেষ বার্তায় পেত্রোর বিরুদ্ধে 'ব্যক্তিগত আক্রমণ' চালান। তিনি পেত্রোকে একজন 'অবৈধ মাদক পাচারকারীদের সর্দার'-এর আখ্যা দেন এবং দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অতিরিক্ত আক্রমণাত্মক।

Comments