কারাকাসে বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে দায়ী করে জরুরি অবস্থা ঘোষণা ভেনেজুয়েলার
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরের আগে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর সঙ্গে সেখানে কালো ধোঁয়া উঠতেও দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্ফোরণের ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে রয়টার্স এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের দক্ষিণাঞ্চলে একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়ে আসছিলেন। তবে তিনি প্রকাশ্যে তার উদ্দেশ্য বিস্তারিতভাবে জানাননি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ছেড়ে পালাতে চাপ দিয়েছেন। ট্রাম্প গত সোমবার বলেন, মাদুরোর ক্ষমতা ছেড়ে দেওয়াই হবে 'বুদ্ধিমানের কাজ'।
মাদুরোর অভিযোগ, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের দখল পেতেই ট্রাম্প প্রশাসন সরকার পরিবর্তনের চেষ্টা করছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ট্রাম্প গত মাসে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ আটকে দেওয়ার ঘোষণা দেন।
এদিকে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভোরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবিসি জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বলেছেন, এসব হামলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার দেশের তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা।
শনিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। সরকার বলেছে, এটি একটি গুরুতর সামরিক আগ্রাসন, যা তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরছে।
বিবৃতিতে জানানো হয়, রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ভেনেজুয়েলার সরকার এসব হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে।
এ ছাড়া এই 'সাম্রাজ্যবাদী আগ্রাসন' মোকাবিলায় পুরো দেশকে ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারি বিবৃতিতে। একই সঙ্গে জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের দাবি জানানো হয়েছে।


Comments