মার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তায় থাকা ৩২ কিউবান নিহত

ভেনেজুয়েলার ফুয়ের্তে তিইউনাতে মার্কিন হামলার দৃশ্য। ছবি: এএফপি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার। 

আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতরা কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন। এ ঘটনায় কিউবায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অনুরোধে মাদুরো ও তার স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিলেন নিহতরা। তীব্র প্রতিরোধের পর সরাসরি সংঘর্ষ বা স্থাপনায় চালানো বোমা হামলায় তারা নিহত হন।

ভেনেজুয়েলায় অভিযানে মোট নিহতের সংখ্যা দেশটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে নিহতের সংখ্যা অন্তত ৮০ বলে জানিয়েছে। 

এ ঘটনার পর কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই, কারণ দেশটি পতনের পথে রয়েছে।'

Comments

The Daily Star  | English