মেঘালয়ে ৩ সোনার বারসহ বাংলাদেশি গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার ৬২ বছর বয়সী ওই বাংলাদেশিকে ১৭ লাখ রুপির সোনার বারসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।

পুলিশ জানায়, মো. হাসান আলী নামে ওই বাংলাদেশিকে ডাউকি সমন্বিত চেকপোস্টের কাছ থেকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিএসএফ মুখপাত্র রাজ সিং কাটারিয়া বলেন, 'হাসান আলী সিলেটের মহাজনপট্টি থেকে ৩টি সোনার বার নিয়ে আসামের গুয়াহাটিতে যাচ্ছিলেন।'

পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, 'বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেপ্তার দেখিয়েছি।'

উল্লেখ্য, মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের ৪৪৩ কিলোমিটারের সীমান্ত রয়েছে, যার বেশিরভাগই কাঁটাতারের বেষ্টনীবিহীন।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

36m ago