অরুণাচলে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারত, অরুণাচল, হেলিকপ্টার বিধ্বস্ত,
ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন। ছবি: ইন্ডিয়া টুডের সৌজন্যে

ভারতের অরুণাচল প্রদেশের বোমডিলার পশ্চিমে মান্দালার কাছে আজ বৃহস্পতিবার সকালে দেশটির সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত ২ পাইলট হলেন- লেফটেন্যান্ট কর্নেল ভিভিবি রেড্ডি ও মেজর এ জয়ন্ত।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল সোয়া ৯টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সেনা, সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) ৫টি অনুসন্ধান দল তাৎক্ষণিক অভিযান শুরু করে। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মান্দালার পূর্ব বাংলাজাপ গ্রামের কাছে পাওয়া গেছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, হেলিকপ্টারটির পাইলট ও কো-পাইলট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কোর্ট অব ইনকোয়ারির (সিওআই) নির্দেশ দেওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশ পুলিশ জানিয়েছে, একজন লেফটেন্যান্ট ও একজন মেজরকে বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার সেঙ্গে গ্রাম থেকে মিসামারি যাওয়ার পথে মাঝপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে নাগাদ দিরাং থানার অন্তর্গত বাংজালেপের গ্রামবাসীরা জানান, একটি বিধ্বস্ত হেলিকপ্টার পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকার আবহাওয়া অত্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল এবং দৃশ্যমানতা ছিল ৫ মিটার।

এর আগে, গত ৮ মার্চ ভারতীয় নৌবাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ)-এমকে৩ মুম্বাই উপকূলের কাছে সমুদ্রে ডুবে যায়। ওই ঘটনার পরে সব এএলএইচকে সতর্কতামূলক চেকিংয়ের জন্য গ্রাউন্ডেড করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

7h ago