‘হাসিনার প্রত্যর্পণ নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’

রণধীর জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমন মন্তব্য করেন।

হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধের বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কি না, জানতে চাইলে জয়সওয়াল বলেন, 'এক সপ্তাহ আগে আমি নিশ্চিত করেছিলাম যে আমরা শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ সরকারের বার্তা পেয়েছি। এর বাইরে, এই মুহূর্তে আমার আর কিছু যোগ করার নেই।'

সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আশা করি তিনি ন্যায়বিচার পাবেন।'

তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাংক কেনার পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'আমরা নিরাপত্তা সংক্রান্ত সবগুলো বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিই।'

তিনি গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, 'পররাষ্ট্র সচিব ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থনের কথা বলা হয়েছে।'

সেসময় তিনি আরও বলেছিলেন, 'আমরা পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, উদ্বেগ, স্বার্থের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছি।'

'বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করা হচ্ছে। তাই, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এটাই এবং গণতান্ত্রিক দেশ হিসেবেও এটাই,' বলেন মুখপাত্র।

গত কয়েক সপ্তাহে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতের কঠোর ব্যবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, 'কেউ যদি অবৈধভাবে অভিবাসনের পথ বেছে নেয়, তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে।'

ভারতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এই মুহূর্তে আমার কাছে কোনো পরিসংখ্যান নেই। পরে জানাতে পারব।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago