জাপানে প্রশিক্ষণার্থীর গুলিতে ২ সামরিক প্রশিক্ষক নিহত, হামলাকারী গ্রেপ্তার

শুটিং রেঞ্জের বাইরে এসডিফের সদস্যদের দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
শুটিং রেঞ্জের বাইরে এসডিফের সদস্যদের দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

জাপানে ২ প্রশিক্ষককে গুলি করে হত্যা ও একজনকে আহত করার অভিযোগে ১৮ বছর বয়সী এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে জাপানের মধ্যাঞ্চলের গিফু শহরে অবস্থিত গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) ফায়ারিং রেঞ্জে  ঘটনা ঘটে।

জিএসডিএফের চিফ অব স্টাফ জেনারেল ইয়াসুনোরি মরিশিতা সাংবাদিকদের জানান, ১৯৮৪ সালের পর জিএসডিএফের কোনো ফায়ারিং রেঞ্জে এ ধরনের হামলার ঘটনা এটাই প্রথম।

মরিশিতা জানান, প্রশিক্ষকদের ১ জনের বয়স ৫০ ও অন্য ২ জনের বয়স ২০-এর আশেপাশে। তাদের হাসপাতালে নেওয়ার পর সেখানে ২ জন মারা যান।

প্রশিক্ষকদের ওপর গুলি চালানো ব্যক্তি গত এপ্রিলে জিএসডিএফে যোগ দেন। তিনি এ মুহূর্তে পুলিশী হেফাজতে আছেন বলে জানান মরিশিতো।

গণমাধ্যমের ব্রিফিংয়ে মরিশিতো আরও বলেন, 'আমরা এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করব এবং নিশ্চিত করব, এরকম যেন আর না হয়।'

জাপানে বন্দুক হামলা খুবই বিরল ঘটনা বলেও জানান তিনি।

দেশটিতে বন্দুক কেনার আইন অত্যন্ত কঠোর এবং কেউ কিনতে চাইলে তাকে অনেক ধরনের যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হয়।

জাতীয় পুলিশ এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর জাপানে বন্দুক হামলায় মাত্র ৪ জন নিহত হন, যাদের মধ্যে একজন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।

শিনজো আবেকে বাসায় বানানো বন্দুক দিয়ে জুলাই মাসে হত্যা করেন এক আততায়ী। আবের হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম এখনো শুরু হয়নি। এই আততায়ী এক সময় এসডিএফে নাবিক হিসেবে নিযুক্ত ছিলেন বলে জানা গেছে।

 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago