কুমিল্লায় হাসপাতালের ৮ তলা থেকে ‘পড়ে’ রোগীর মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে সোলেমান (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকি। 

সোমবার ১৭ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ৮ তলায় মেডিসিন বিভাগের সিঁড়ির রেলিংয়ের ফাঁক দিয়ে সোলেমান নিচে পড়ে যান বলে জানান তিনি।

সোলেমান কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। পেশায় রাজমিস্ত্রী। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। 

সোলেমানের চাচাতো ভাই সোহেল জানান, ৮ দিন আগে ডায়রিয়ার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। কয়েক দিন চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করলে করিডোরে হাঁটাহাটি করছিলেন। কিন্তু কীভাবে পড়ে গেল বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানান, সি সি ক্যামেরা ফুটেজ দেখে আসল ঘটনাটি জানা যাবে।

Comments

The Daily Star  | English

BNP, Yunus meeting underway at Jamuna

Four BNP leaders, led by Khandaker Mosharraf Hossain, reached Yunus' official residence at 7:33pm

43m ago