গাজীপুরে বাসচাপায় মাদ্রাসাশিক্ষক নিহত

নুরুল আমীন। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় নুরুল আমীন (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া জলপাইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন বৈদ্য।

তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

নিহত নুরুল মনোহরদী কোঁচের চর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার বাড়ি কাপাসিয়া টোক নগর গ্রামে। তার দুই সন্তান রয়েছে।

নুরুলের শ্যালক আসাদুল্লাহ মাসুম বলেন, 'আমার বোনজামাই সকালে মাদ্রাসায় যাওয়ার পথে জলপাইতলায় সড়ক পারাপারের চেষ্টা করেন। সেই সময় ঢাকা-কিশোরগঞ্জগামী জলসিড়ি বাসা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।'

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লায়লা আখতার ডেইলি স্টারকে বলেন, 'সড়ক দুর্ঘটনায় আহত নুরুল আমীনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Ex-CEC Habibul Awal calls 2024 polls ‘farcical’

‘If I am not allowed to justify myself, then shoot me,’ Awal lashes out in court

58m ago