সুন্দরবনে আগুন: নদীতে ভাটার কারণে পানির সংকট বাড়তে পারে

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের গহীনে গতকাল বিকেলে আগুন লাগে। ছবি: ভিডিও থেকে নেওয়া

সুন্দরবনের যেখানে আগুন লেগেছে সেখান থেকে পানির উৎস দুই কিলোমিটার দূরে হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নদীতে ভাটা হলে পানি সংকট আরও বাড়বে।

আজ রোববার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের গহীনে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, 'আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। কোস্টগার্ড, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন সবাই আগুন  নেভাতে কাজ করছে।'

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আগুন নেভাতে পানির উৎস প্রায় দুই কিলোমিটার দূরে। নদীতে ভাটা দেখা দিলে পানির সংকট আরও বাড়বে।

এছাড়াও, সুন্দরবনে পাতার স্তর পুরু হওয়ায় আগুন আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।

বেলা ১১টার দিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাতার স্তর পুরু থাকায় বনের বিভিন্ন অংশে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

চলমান তাপদাহের মধ্যে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমুরবুনিয়া টহল ফাঁড়ির কাছের এলাকায় বনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা গতকাল জানিয়েছিলেন, আগুন নেভানোর যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো যায়নি। এ ছাড়া, যেখানে আগুন লেগেছে, সেখান থেকে পানির উৎস প্রায় দুই কিলোমিটার দূরে হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি।

 

Comments

The Daily Star  | English

Polls delay could even threaten national security

They also urged political parties to set aside their divisions and reach consensus on implementing proposed reforms

9h ago