চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট। ছবি: রাজিব রায়হান/স্টার

চট্টগ্রামের সিটি গেইট এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে।

বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর আগ্রাবাদ কন্ট্রোল রুম জানায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয় এবং কিছুক্ষণের মধ্যেই তা গুদামে ছড়িয়ে পড়ে।

ছবি: রাজিব রায়হান/স্টার

আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। 

ছবি: রাজিব রায়হান/স্টার

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Comments

The Daily Star  | English

India imposes new condition on non-basmati rice exports

The Indian government has announced that exports of non-basmati rice will now be allowed only after registration with the Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA), an arm of the Commerce Ministry.

3h ago