আড়াই ঘণ্টা পর চট্টগ্রামে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট। ছবি: রাজিব রায়হান/স্টার

চট্টগ্রামের সিটি গেইট এলাকার তৈরি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর আগ্রাবাদ কন্ট্রোল রুম জানায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয় এবং কিছুক্ষণের মধ্যেই তা গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত গার্টেক্স গার্মেন্টস লিমিটেডের সিনিয়র বিপণন কর্মকর্তা এ এইচ এম মনোয়ার উদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'যেখানে আগুন লেগেছে সেখানে কারখানার তুলা ও শিপমেন্টের মালামাল রাখা ছিল। আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনা খতিয়ে দেখছেন। এরপর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো যাবে।'

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

New public service ordinance: Govt mulls softening strict provisions

Say high-level meeting sources; Secretariat employees suspend protests for today

10h ago