চসিকের ডাম্প ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় সিটি করপোরেশনের (চসিক) ময়লাবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় এক কনস্টেবল নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত কনস্টেবল মুবিনুল ইসলাম (২৮) কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল আমিনের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইনস রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিএমপি কন্ট্রোল রুমের অধীনে দায়িত্ব পালন করছিলেন মুবিনুল। ডিউটিরত অবস্থায় খাবার খেতে মোটরসাইকেলে করে দামপাড়া পুলিশ লাইনস থেকে একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন তিনি।
কদমতলী এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা চসিকের একটি ডাম্প ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মুবিনুল গুরুতর আহত হন।
পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আফতাব জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা করা হয়েছে।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আমরা ডাম্প ট্রাকটি জব্দ করেছি এবং চালকের সহকারীকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।'
ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


Comments