প্রতিমা ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৩, ‘পরিকল্পনাকারী’ ছাত্রলীগ নেতা পলাতক

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের শৈলকুপায় মন্দিরে প্রতিমা ভাঙচুর মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এখনও পলাতক আছেন ভাঙচুরের ঘটনার 'পরিকল্পনাকারী' শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস।

আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান এসব তথ্য জানান।

গ্রেপ্তার ৩ জন হলেন- আসাদুজ্জামান হিরো, তুষার ও সাজ্জাদ।

পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর রাতে উপজেলার ডাউটিয়া গ্রামের শত বছরের পুরনো কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনায় পরদিন মন্দির কমিটির সভাপতি সুকুমার মণ্ডল শৈলকুপা থানায় মামলা করেন।

মামলার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট তদন্ত করে কুশাবাড়ীয়া গ্রাম থেকে আসাদুজ্জামান হিরো নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুসারে ওই গ্রামের তুষার ও সাজ্জাদ নামের আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, 'পুলিশ শৈলকুপার গড়াই নদীতে নৌকায় জুয়া বন্ধ করে দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস ক্ষিপ্ত হয়। পুলিশের ইমেজ নষ্ট করার জন্য প্রতিমা ভাঙচুরের পরিকল্পনা করেন তিনি। ওই পরিকল্পনা বাস্তবায়ন করেন গ্রেপ্তার ৩ জন। তবে দিনার এখনও পলাতক।'

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

18h ago