বেগমগঞ্জে বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ, ২ জনের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়িতে ঢুকে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন।

আসামিরা হলেন, উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আপ্তারামপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে জুনায়েদ (২৪) এবং একই ইউনিয়নের হীরাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. ইমন (২৩)। 

সকালে কিশোরীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয় বলে জানান বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি।

মামলা সূত্রে জানা যায়, কিশোরীর বাবা-মা নেই। প্রতিবন্ধী এক বোনকে নিয়ে বাড়িতে থাকতেন কিশোরী। গত ৫ ও ৬ জানুয়ারি আসামি জুয়েল কিশোরীর বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। পরে গত ৮ জানুয়ারি আসামি জুয়েলের সহযোগিতায় ইমন কিশোরীকে ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর নিকটতম কোনো আত্মীয় না থাকায় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে মামলা করেছেন। 

আসামিরা স্থানীয় আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের অনুসারী বলে অভিযোগ উঠেছে। তবে ইউপি চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করেছেন।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। 

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago