ময়মনসিংহ

প্রতিবেশীর ছুরিকাঘাতে সাবেক পৌর কাউন্সিলর নিহত

আনিছুর রহমান আনিছ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ছুরিকাঘাতে আহত ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান আনিছ (৫০) মারা গেছেন।

নিহত আনিছুর রহমান ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২৬ মার্চ বিকেলে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেন এলাকায় প্রতিবেশী লেলিন মিয়া তাকে ছুরিকাঘাত করে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনিছ দীর্ঘদিন ধরে পরিবারসহ ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় বসবাস করতেন। বাড়ি নির্মাণের মালামাল রাখা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী লেলিন তাকে ছুরিকাঘাত করে।

ওসি জানান, লেলিনের জমিতে আনিছ বাড়ি তৈরি মালামাল রাখতেন। এর বিনিময়ে লেলিন প্রায়ই আনিছের কাছে টাকা চাইতেন। ঘটনার দিনও টাকা চাওয়ার পরও না দেওয়ায় আনিছকে ছুরিকাঘাত করেন লেলিন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আনিছকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওসি শাহ কামাল আরও জানান, ছুরিকাঘাতের ঘটনায় ২৮ মার্চ লেলিনকে আসামি করে নিহতের স্ত্রী বকুল রহমান মামলা করেন। 

পুলিশ সেদিনই লেলিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে, আদালত তাকে জেলহাজতে পাঠান। 

Comments

The Daily Star  | English
Khagrachhari protest deaths

Police file three cases over Khagrachhari violence

Hundreds of unidentified people sued; SP says situation now stable

2h ago