চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

হোসেন মান্না। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীতে ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মী খুন হয়েছে। রোববার দুপুর ২টার দিকে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় এবতেদায়ি মাদ্রাসার সামনের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন দ্য ডেইলি স্টারকে হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত হোসেন মান্না সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। 

তিনি চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় ব্যবসার পাশাপাশি চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অনুসারী এবং যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। 

এ হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় একটি বায়িং হাউজের কর্মী মো. জসিম জড়িত বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, হোসেন ও জসিম দুজনই নগরীর সরাইপাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

রোববার দুপুরে রাস্তায় কথা কাটাকাটির এক পর্যায়ে হোসেনকে এলোপাতারি ছুরিকাঘাত করে জসিম পালিয়ে যায়। 

স্থানীয় কয়েকজন হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি মো. জহির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জসিমকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর তিনি পুরো পরিবার নিয়ে বাসা থেকে পালিয়ে গেছেন।' 

Comments

The Daily Star  | English

Four injured as bus overturns inside Karnaphuli Tunnel

Tunnel sustains no damage; traffic restored after the accident

6m ago