গাজীপুর

আন্দোলনে কলেজছাত্রকে গুলি করে হত্যা, কনস্টেবল গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে ছাত্র নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

সরকার পতনের একদফা আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে গুলি করে এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই কনস্টেবলের নাম মো. আকরাম হোসেন (২২)। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন। শুক্রবার কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

কোনাবাড়ী থানার ওসি মো. শাহ আলম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কলেজছাত্র হৃদয় (২০) টাঙ্গাইলের গোপালপুরের আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালাতেন।

পুলিশ জানায়, ৫ আগস্ট হৃদয় কোনাবাড়ী সড়কে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি দেখে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। সেখানে দায়িত্ব পালন করছিলেন শিল্প পুলিশে কিছু সদস্য। তারা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়থাপ্পড় মারেন। একপর্যায়ে পুলিশ গুলি করলে সেখানেই তিনি মারা যান।

এই ঘটনায় হৃদয়ের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনোবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে হুকুমের আসামি এবং অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh still locked out of key labour markets

Labour migration from Bangladesh to some major overseas markets has remained stalled for years, leaving tens of thousands of aspiring migrant workers stranded.

3h ago