আইনজীবী সাইফুল হত্যা: আসামি চন্দন ৭ দিনের ও রিপন ৫ দিনের রিমান্ডে

চন্দন দাস ও রিপন দাসকে আজ দুপুরে চট্টগ্রামের আদলাওতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় দুই আসামিকে রিমান্ডে দিয়েছেন আদালত। তারা হলেন—চন্দন দাস ও রিপন দাস।

আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম চন্দনের ৭ দিন ও রিপনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপটিলন পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিল। কিন্তু আদালত একজনের সাত দিন ও আরেকজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।'

রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে গেলে আদালতের পাশেই একটি গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত আইনজীবীর ভাইও ১১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।

পরে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব থেকে চন্দনকে ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে রিপনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, চট্টগ্রাম আদালত এলাকায় হত্যার ঘটনার একটি ভিডিও ফুটেজে কমলা রঙের টি-শার্ট ও কালো প্যান্ট পরা চন্দনকে (৩৫) ছুরি হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায়। চন্দনের মাথায় ছিল হেলমেট। হত্যার পর তিনি আত্মগোপনে চলে যান। 

সিসিটিভি ফুটেজে হত্যার সময় রিপনকে লাল হেলমেট পরা ধারালো অস্ত্র বহন করতে দেখা যায়।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago