মানিকগঞ্জে ২ অজ্ঞাত মরদেহ উদ্ধার

একটি মরদেহ পাওয়া যায় সদর উপজেলার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের পিঠার দোকান থেকে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর ভেতর আজ সোমবার সকালে একটি মরদেহ পাওয়া যায় সদর উপজেলার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) সামনের পিঠার দোকান থেকে। অন্য মরদেহটি উদ্ধার করা হয় সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার বাড়ি থেকে।

পিঠার দোকানের মালিক মো. শহিদ বলেন, 'গতকাল রোববার সন্ধ্যার দিকে অপরিচিত ওই ব্যক্তি আমার দোকানের আশপাশে ঘোরঘুরি করছিলেন। রাত ১০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। দোকানের চারপাশ খোলা থাকায় রাতে মনে হয় এই ব্যক্তি দোকানের ভেতরে এসে ঘুমিয়েছিলেন।'

এদিকে পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, 'দুর্গন্ধ টের পেয়ে পুলিশ এসে মান্নান মোল্লার বাড়ির একটি ইউনিট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। এর আগে গত ২২ ডিসেম্বর ওই ব্যক্তিসহ তিনজন ইউনিটটি ভাড়া নেন। কিন্তু ঘর বুঝিয়ে দেওয়ার পরদিন থেকেই ওই ইউনিটে তালা ঝুলছিল।'

রিপন মিয়া আরও জানান, বাসা ভাড়া দেওয়ার সময় নতুন ভাড়াটিয়াদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা পরিচয় শনাক্ত করার মতো কোনো কাগজপত্র রাখা হয়নি।

বিষয়টি নিয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, 'মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

9h ago