ঢাবি শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে আটক ১

অর্নব সরদারকে শাহবাগ থানায় সোপর্দ করে ঢাবি কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

আটক অর্নব সরদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বুক বাইন্ডার হিসেবে কর্মরত। 

আজ বুধবার দুপুরে এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার পর বিকেলের দিকে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ঢাবি কর্তৃপক্ষ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুপুরের ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন।

পোস্টে একজনের ছবি যোগ করে তিনি লেখেন, 'এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেছে আমার ড্রেস ঠিক নাই ইত্যাদি... ...এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড় দিয়ে চলে যায়।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেল সাড়ে ৪টার দিকে অভিযোগ পাই আমাদের এক শিক্ষার্থীকে উত্যক্ত করেছে আমাদের লাইব্রেরির সহকারী বাইন্ডার অর্নব সরদার। পরে কয়েকজন শিক্ষার্থী অর্নবকে প্রক্টর অফিসে নিয়ে আসে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে উত্যক্ত করার বিষয়টি স্বীকার করেছে। পরে আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করি।'

'ছেলেটি এখন শাহবাগ থানায় আছে। তার বিরুদ্ধে একটা এজাহার দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নিতে লাইব্রেরিয়ানকে বলা হয়েছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago