মগবাজারে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীর মগবাজারে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে করে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই ও হামলার এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী মগবাজারের গ্রিনওয়ে লেনে আবদুল্লাহ নামের এক যুবককে অস্ত্র ঠেকিয়ে তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগে ঘটলেও ভুক্তভোগী প্রথমে পুলিশকে অবহিত করেননি। তবে, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ উদ্যোগী হয়ে ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে আইনি ব্যবস্থা নিতে বলে।

ওসি আরও জানান, গত রাতে ভুক্তভোগী আবদুল্লাহ তিন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

মতিঝিলের একটি রেস্তোরাঁর কর্মী আবদুল্লাহ ঘটনার দিন কুমিল্লায় তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি পুলিশকে জানান, ছিনতাইকারীরা তার ১০ হাজার টাকা দামের মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আবদুল্লাহ কাঁধে একটি ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কাছাকাছি একটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা অপেক্ষা করছিল। আবদুল্লাহ তাদের পাশ দিয়ে যাওয়ার সময়, চাপাতি হাতে থাকা মোটরসাইকেলের দুজন আরোহী হঠাৎ তার পথ আটকায়। তাদের একজনের মাথায় হেলমেট এবং অন্যজন কালো মাস্ক পরা ছিলেন। কোনো কথাবার্তা ছাড়াই তারা আবদুল্লাহকে চাপাতি দিয়ে আঘাত করে ব্যাগ ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে আবদুল্লাহ ঝুঁকি নিয়ে মোটরসাইকেলের সামনের চাকা ধরে ফেলে ব্যাগ ফেরত দেওয়ার অনুরোধ জানান। এ সময় ছিনতাইকারীদের একজন মোটরসাইকেল থেকে নেমে এসে আবদুল্লাহর ওপর হামলা চালান।

Comments

The Daily Star  | English

Incorporate ‘July Declaration’ into constitution by Aug 5

Demands Nahid at Sherpur rally, warns of mass rally in Dhaka

52m ago