ফুটপাতে জায়গা নিয়ে বাগবিতণ্ডা, ঘুষিতে ফুল বিক্রেতার মৃত্যু

স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে ফুল বিক্রির জায়গা নিয়ে বাগবিতণ্ডার মধ্যে এক বিক্রেতার ঘুষিতে আরেক বিক্রেতা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকার ফুটপাতে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত মো. ইমান ওরফে বিমান (৪৫) সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানায়, শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড় ও উকিলপাড়া এলাকার ফুটপাতে প্রতিদিন সকালে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ইমানও তাদের একজন ছিলেন।

নিহত ইমানের স্বজন ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. নাজমুল ডেইলি স্টারকে বলেন, 'আমি আর ইমান ভাই একসঙ্গে ফুটপাতে ফুল বিক্রি করি। ফুটপাতে বসা নিয়ে আজ সকালে আরেক ফুল বিক্রেতা মো. গাউসের সঙ্গে ইমান ভাইয়ের তর্ক হয়। একপর্যায়ে গাউস কিল-ঘুষি মারে। এতে ইমান ভাই মাটিতে লুটিয়ে পড়েন।'

নাজমুল জানান, আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ফুল বিক্রেতা বন্দর উপজেলার দীঘলদী গ্রামের বাসিন্দা গাউস (৩২) পলাতক বলে জানিয়েছে পুলিশ।

ওসি নাছির আহমদ বলেন, 'নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।'

অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

1h ago