মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় ইয়ামিন (২৩) নামে যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। মারধরে ফাহিম (২৩) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার বিকেলে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইকারী সন্দেহে তাদের মারধর করা হয়।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবদুল আলিম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ইয়ামিনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।
তিনি আরও জানান, বিকেল সাড়ে ৩টার দিকে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় দুই ছিনতাইকারী মো. আলিফ নামে এক যুবককে আটকে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
'আলিফের চিৎকার শুনে চন্দ্রিমা মডেল টাউন ব্রিজ এলাকায় উপস্থিত জনতা জড়ো হয়ে দুজনকে মারধর শুরু করে,' বলেন ওই পুলিশ কর্মকর্তা।
আলিম বলেন, 'বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। ফাহিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।'
'ছিনতাই হওয়া মোবাইল ফোনটি তাদের কাছে পাওয়া গেছে। আলিফ মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন,' জানান তিনি।
Comments