আড়াইহাজারে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, একমাসের ব্যবধানে তৃতীয় ঘটনা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে একমাসের ব্যবধানে এই উপজেলায় পিটিয়ে হত্যার অন্তত তিনটি ঘটনা ঘটলো।

আজ বুধবার ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে ডাকাত সন্দেহে ৩২ বছর বয়সী নবী হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানায়, নবী হোসেন বিশনন্দীর পার্শ্ববর্তী উচিৎপুরা ইউনিয়নের পশ্চিম আগুকান্দি গ্রামের লইক্কা হোসেনের ছেলে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, 'দড়ি বিশনন্দীর একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে অন্তত চারজনকে কুপিয়ে জখম করা হয়।'

তিনি বলেন, 'গ্রামে ডাকাত পড়েছে জানিয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী ডাকাত দলকে ধাওয়া করে একজনকে ধরে ফেলে। পরে গ্রামের মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলেছে।'

ডাকাতদের আঘাতে আহতরা হলেন—ইলিয়াস মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০), ছেলে নাঈম মিয়া (১৮), তাদের আত্মীয় ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেন (২৮)। কুলসুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তের বরাতে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুদ্দিন বলেন, 'ভোররাত আড়াইটার দিকে বৃষ্টি পড়ছিল। তখন কুলসুম বেগম বৃষ্টির পানি থেকে মাটির চুলা বাঁচাতে রান্নাঘরে যান। সেখানে গিয়ে তিন-চারজনকে দেখতে পেয়ে ডাকাত-ডাকাত বলে চিৎকার করেন। এ সময় ঘর থেকে অন্যরা বেরিয়ে এলে ডাকাত দল তাদের কুপিয়ে জখম করে।'

তিনি বলেন, 'রাত ৩টার দিকে মাইকে ঘোষণার পর গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে একটি বিলের মধ্যে নবীকে পেয়ে তাকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ওই বিল থেকেই নিহতের মরদেহ উদ্ধার করে।'

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন জানান, নবী হোসেনকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হলেও তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এ নিয়ে একমাসের ব্যবধানে আড়াইহাজার উপজেলার দুটি ইউনিয়নে পৃথক ঘটনায় অন্তত তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে চাঁদা দাবির অভিযোগ তুলে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেলকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। যদিও তার পরিবারের দাবি, মাদক চোরাকারবারের বিরোধিতা করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ ছাড়া, গত ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভারকরদী গ্রামের বাসিন্দা মো. আয়নাল হোসেনকে তার বাড়ির ১০০ গজের মধ্যেই পিটিয়ে হত্যা করা হয়। ৪২ বছর বয়সী আয়নালের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণসহ অন্তত আটটি মামলা ছিল বলে জানিয়েছিল পুলিশ।

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

Crowds spilled over into surrounding areas, with large gatherings seen in Farmgate, Karwan Bazar and nearby localities

2h ago