এস আলম ও নাবিল গ্রুপের মালিকসহ ৪৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে ৩৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম, নাবিল গ্রুপের মালিক আমিনুল ইসলাম ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ মোট ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বুধবার ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয়।
দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়, নামসর্বস্ব প্রতিষ্ঠান নাবা আগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের নামে ওই ঋণ নেওয়া হয়েছিল।
অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার, ভুয়া নথি তৈরি ও দুর্নীতির মাধ্যমে অস্তিত্বহীন প্রতিষ্ঠান নাবা অ্যাগ্রো ট্রেড ইন্টারন্যাশনালের নামে ৬৭০ কোটি টাকার ঋণ অনুমোদন করেন। এর মধ্যে ৩৬৩ কোটি টাকা বিতরণ দেখানো হয়, যা পরে আত্মসাৎ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
অভিযুক্তদের মধ্যে আরও আছেন—নাবা অ্যাগ্রোর শীর্ষ কর্মকর্তা মামুনুর রশিদ, হারুনুর রশিদ, সোনালী ট্রেডার্সের পরিচালক শহিদুল আলম, সেঞ্চুরি ফ্লাওয়ার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম চৌধুরী, পরিচালক মো. হাসানুজ্জামান, ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মিফতাহ উদ্দিন, অতিরিক্ত এমডি মোহাম্মদ কায়সার আলী, গুলশান শাখার ম্যানেজার এটিএম শহিদুল হক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান প্রমুখ।
অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন, দুর্নীতি দমন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একাধিক ধারায় মামলা হয়েছে।
Comments