ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫ বছর বয়সী এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহতের নাম রায়হান খান (২৫)। তিনি চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে। রায়হান ফতুল্লার পশ্চিম দেওভোগের তাঁতীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।

ওসি আব্দুল মান্নান জানান, রায়হানের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা রয়েছে।

তিনি বলেন, 'স্থানীয়দের কাছ থেকে তিনি প্রায়ই টাকা-পয়সা চাঁদা নিতেন। মাদক ব্যবসায় বাধা দিলে হামলার শিকার হতে হতো। বাড়িভাড়াও নিয়মিত দিতেন না। এসব কারণে স্থানীয়রা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন।'

পুলিশের ভাষ্য, সকালে একটি গ্যারেজের মালিকের কাছে টাকা চাইলে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরে নগরের নাগবাড়ি এলাকার তিন রাস্তার মোড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, নিহতের মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষের লোকজনও এই হামলায় জড়িত থাকতে পারে।

এ বিষয়ে ওসি বলেন, 'ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পুরোনো কোনো বিরোধ বা দ্বন্দ্ব এই হত্যাকাণ্ডের পেছনে কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English
Bangladesh's remittance earning in 2025

Highest ever remittance came in 2025

Migrants sent home $32.8 billion in the just-concluded year

1h ago