গাজীপুরে ২ ভোট কেন্দ্রে আগুন

গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও  টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকাল ৮টায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আবদুল্লাহ আরেফিন দ্য ডেইলি স্টারকে  এ তথ্য জানান।

তিনি বলেন, 'শুক্রবার দিনগত রাত ২টায় গাজীপুর সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব চান্দনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায়।'

অপরদিকে রাত সাড়ে ৩ টার দিকে ১৮ নং ওয়ার্ডে অবস্থিত টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, 'রাত ৩টার দিকে স্কুল থেকে নৈশপ্রহরী আমাকে ফোন দিয়ে বলেছে স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক  আমি ৯৯৯ ফোন দেই। খবর পেয়ে  জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯টি কক্ষ পুড়ে যায়।'

এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই প্রধান শিক্ষক।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

1h ago