বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: ৪ স্বতন্ত্র মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৪ স্বতন্ত্র মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। সেসময় বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। 

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন।

মনোনয়ন বাতিল হওয়া মেয়রপ্রার্থীরা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তারা হলেন- লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো. আসাদুজ্জামান ও নেছার উদ্দিন।

অঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Comments

The Daily Star  | English

BNP’s seat-sharing math stirs unease among allies

Alliance partners complain that many BNP leaders continue campaigning in constituencies where allies are also in the field

10h ago