সংলাপের কথা ভাবছে না কমিশন: ইসি আনিছুর

আনিছুর রহমান
মো. আনিছুর রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর কোনো সংলাপের কথা ভাবছে না নির্বাচন কমিশন (ইসি)।

একই সঙ্গে রাজনৈতিক সমস্যাগুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে বলে মনে করে ইসি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনিছুর রহমান এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'আমরা সংলাপের কথা ভাবছি না। আমি মনে করি না আর কোনো সংলাপের প্রয়োজন আছে। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা হবে। বিএনপি আসেনি, আমাদের সঙ্গে বসেনি এবং (আমাদের সঙ্গে) কথাও বলেনি।'

এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, 'সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। রাজনৈতিক সমস্যা আমাদের এখতিয়ার নয়, রাজনীতির মাঠেই সমস্যা সমাধান হবে।'

সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা তফসিল দিয়ে নির্বাচনি প্রক্রিয়া চালিয়ে যাব। যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, আমরা চাপে থাকব, রাজনৈতিক দলগুলোও চাপে থাকবে। আমরা আশা করি সব দল নির্বাচনে আসবে।'

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নির্বাচনের তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি। জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচনের ৪৫ দিন আগে সময়সূচি ঘোষণা করতে হবে।'

দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে ইসি কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন পর্যন্ত কোনো কাজে সরকারের কোনো বাধা পাইনি। আমরা এখন যেভাবে কাজ করছি, আশা করি ভবিষ্যতে এভাবেই কাজ চালিয়ে যেতে পারব।'
 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago