অনলাইনে মনোনয়নপত্র জমা কমেছে প্রায় অর্ধেক

জাতীয় বাজেট ২৩-২৪
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য মোট ২১ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় প্রায় অর্ধেক।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

২০১৮ সালের নির্বাচনের আগে ইসি জানিয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৭ জানুয়ারি অনুষ্ঠেয় এবারের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ।

বিকেল ৫টার দিকে ইসির সিস্টেম ম্যানেজার রফিকুল হক জানান, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ৩৬৯ জন নিবন্ধন করলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন ২১ জন।

এই প্রার্থীরা কোনো দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাকি তারা স্বতন্ত্র, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

নির্বাচন কমিশন বলছে, অনেক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে মিছিল নিয়ে রিটার্নিং অফিসে যান। অনলাইনে মনোনয়ন দাখিল এ রকম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে সহায়তা করে। এ ছাড়া, মনোনয়নপত্র জমা দেওয়া বা প্রত্যাহারের জন্য কোনো প্রার্থীকে চাপ দেওয়া প্রতিরোধও সম্ভব হয় এর মাধ্যমে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago