নাটোরে ওয়াজ-মাহফিলে ভোট চাওয়ায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

নাটোরে ওয়াজ-মাহফিলে ভোট চাওয়ায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
এস. এম. ফিরোজ উদ্দিন | ছবি: সংগৃহীত

আচরণবিধি ভেঙে ওয়াজ-মাহফিলে ভোট চাওয়ায় নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস. এম. ফিরোজ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ সোমবার শোকজ নোটিশ ইস্যু করেন।

ফিরোজ ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নোটিশে উল্লেখ হয়, গত ২৬ এপ্রিল শুক্রবার তিনি খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন এবং ভোট প্রার্থনা করেন, যা আচরণ বিধির লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে।

এ ব্যাপারে বিষয়ে জানতে চাইলে এস. এম ফিরোজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ছাড়াও একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ওই দিন ওয়াজ মাহফিলে ভোট চেয়েছেন।'

তিনি বলেন, 'আমি কোনো ধরনের প্রতিশ্রুতি বা অনুদান দেইনি। শুধু ভোট চেয়েছি। ধর্মীয় অনুষ্ঠানে ভোট চাওয়া আচরণবিধি লঙ্ঘন কি না জানা নেই।'

শোকজ নোটিশ হাতে পাননি বলেও জানান ফিরোজ।

জানতে চাইলে আব্দুল লতিফ শেখ বলেন, 'সোমবার সন্ধ্যায় ওই প্রাথীকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়েছে। সে কারণে হয়তো প্রার্থী হাতে পাননি, সকালের মধ্যে পেয়ে যাবেন।'

উল্লেখ্য, আগামী ৮ মে অনুষ্ঠেয় নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে এস. এম. ফিরোজ উদ্দিন ছাড়াও আটজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

The Daily Star  | English

Ducsu polls: Security measures tightened at Dhaka University

Voting for the long-awaited Ducsu and hall union elections began this morning after a six-year pause

39m ago