ভোটকেন্দ্র-কক্ষের সংখ্যা বাড়বে কি না মক ভোটিংয়ের পর সিদ্ধান্ত: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বা ভোটকক্ষের সংখ্যা বাড়বে কি না মক ভোটিংয়ের পর সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
আজ শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে এদিন সকাল ৮টায় রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মক ভোটিং শুরু করে কমিশন। ভোটিং চলবে দুপুর ১২টা পর্যন্ত।
ইসি সচিব বলেন, 'আমাদের দিক থেকে প্রস্তুতি যেটা ছিল, সেটা এখনো পর্যন্ত সন্তোষজনক।'
এই অভিজ্ঞতা সংসদ নির্বাচনে কমিশনকে সমৃদ্ধ করবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, 'এটার দরকার ছিল কারণ হচ্ছে যে, এবার দুটো ব্যালটে ভোট দেবে মানুষ একইসঙ্গে—এটাও একটা নতুন অভিজ্ঞতা।'
জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণে সময়ের হিসাব জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, 'যেহেতু গণভোটের ব্যালটটা সংযোজিত হয়েছে, এটার সঙ্গে আমাদের ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে কি না; যদি ভোটকেন্দ্রের সংখ্যা না বাড়ে, তাহলে কক্ষের সংখ্যা বাড়বে কি না অথবা গোপন কক্ষের সংখ্যা বাড়িয়ে জিনিসটাকে সমন্বয় করা যাবে কি না—এই ম্যানেজমেন্টের জন্য আমাদের টাইম ক্যালকুলেশনটা খুব জরুরি। সেটার প্রেক্ষাপটে এই মহড়া করা হচ্ছে।'


Comments