নির্বাচন কমিশনের নতুন সচিব জাহাঙ্গীর আলম

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল করেছে সরকার।

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দরকারকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

নির্বচন কমিশনে নতুন সচিব হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠিয়েছিল সরকার। এর পর থেকে তার পদ ফাঁকা ছিল।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞাপনে নতুন সচিব নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

এসব পদে রদবদল ছাড়াও আজ পৃথক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহম্মদকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞাকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তবে তার কর্মস্থলের কোনো পরিবর্তন হয়নি।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago