ইলিশ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা

ছবি: আলম পলাশ/স্টার

দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য আজ ১ মার্চ থেকে শুরু করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস দেশের ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ শাখা) মাসুদ আরা মনি দ্য ডেইলি স্টারকে জানান, এই নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

তিনি বলেন, 'সরকার ঘোষিত ৫টি অভয়াশ্রমে প্রতি বছর মার্চ থেকে এপ্রিল ২ মাস ইলিশ ও জাটকাসহ সবধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এ সময় অভয়াশ্রমে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ।'

তিনি আরও বলেন, 'নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এই সময়ে মাছ ধরলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবেন।'

'অভয়াশ্রম সংশ্লিষ্ট জেলায় নিবন্ধিত জেলেদের জন্য ইতোমধ্যে ৮০ কেজি হারে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে', যোগ করেন তিনি।

সরকার ঘোষিত এই ৫টি অভয়াশ্রম হচ্ছে, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকা; ভোলার মদনপুর/চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এলাকা; ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা; শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা এবং চাঁদপুরের মতলব উপজেলার মধ্যে অবস্থিত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা; এবং বরিশালের হিজলা, মেহেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকা।

Comments

The Daily Star  | English

July charter implementation: Commission races against time to find out ways

Consensus Commission has yet to find a viable mechanism to ensure that the proposed constitutional reforms under the July charter will be implemented

9h ago