ঈদে বাড়ি ফেরা

রাতে যানজটের পর সকালে ফাঁকা ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

রাতে যানজটের পর সকালে ফাঁকা ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। রাস্তায় গাড়ির সংখ্যা খুব কম। ছবিটি আজ শুক্রবার সকাল ৮টার দিকে সাভারের বাইপাইল মোড় থেকে তোলা। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

বৃহস্পতিবার বিকেল থেকে ঈদে ঘরমুখো মানুষের চাপ একটু বেশি থাকায় ঢাকা-আরিচা ও ঢাকা টাঙ্গাইল-মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ শুক্রবার ভোররাত ২টা পর্যন্ত দীর্ঘ যানজট ছিল। তার পর থেকেই যানজট কমতে থাকে। সকালে প্রায় ফাঁকা দেখা গেছে গুরুত্বপূর্ণ এই ২টি মহাসড়ক।

আজ শুক্রবার সকাল ৮টায় সড়কের নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর, জিরানী ও বাইপাইল অংশে ফাঁকা দেখা গেছে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে উত্তরাঞ্চলগামী লেনে যান চলাচল একদম কম দেখা গেছে।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কাছে বড় একটি চ্যালেঞ্জ ছিল গতরাত। রাতে মোটামুটি ভালোই গাড়ির চাপ ছিল। কিছু যায়গায় জটলা তৈরি হয়েছিল এখন সড়ক একদম ফাঁকা।' 

ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) শহিদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাতে সড়কে প্রচুর সংখ্যক যানবাহন থাকায় কিছু কিছু যায়গায় যানবাহনের ধীরগতি ছিল। এখন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন ও যাত্রী সংখ্যা বাড়বে। আমরা এ বিষয়টি মাথায় রেখেই কাজ করছি।'

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific election date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the government election be held by December

9m ago