কোটা বাতিলের দাবিতে ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে উভয় লেনে শত শত যানবাহন আটকা পড়ে। ছবি: স্টার

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজার শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে শত শত যানবাহন আটকা পড়ে।

পরে বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে আসে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) কোটা বাদ দেওয়া।

এছাড়া, সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কোটা সংরক্ষণ, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।

এর আগে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মহাসড়কে এসে অবস্থান নেয়।

জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেছি।'

 

Comments

The Daily Star  | English

Ocean of mourners gather to pay tribute to Khaleda Zia

People from all walks of life arrive by bus, train and other modes of transport

1h ago