সময় শেষ হওয়ার ২ ঘণ্টা পরও এক হলে চলছে জাকসুর ভোটগ্রহণ

সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলাম হলে জাকসু নির্বাচনের ভোটগ্রহণের চিত্র। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের নির্ধারিত সময় শেষ হওয়ার ২ ঘণ্টা পার হলেও অন্তত একটি হলে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কবি কাজী নজরুল ইসলাম হলে কয়েকজন শিক্ষার্থীকে ভোট দিতে দেখা গেছে।

কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় সেখানে আরও অন্তত ৩০ শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

প্রিজাইডিং অফিসার বলছেন, শিক্ষার্থীরা ভোট দিতে বেশি সময় নিচ্ছেন, তাই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ হয়নি।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১ হলের কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের শেষ সময় বিকেল ৫টা।

সন্ধ্যা ৭টায় কবি নজরুল হল কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ভোট দেওয়ার লাইনে অপেক্ষা করছেন।

তারা দ্য ডেইলি স্টারকে বলেন, তারা ভেবেছিলেন সন্ধ্যার দিকে ভোট দিলে ঝামেলা কম হবে। কিন্তু এর মধ্যেই নির্ধারিত সময় শেষ হয়ে গেছে।

জানতে চাইলে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার অধ্যাপক মীর ফেরদৌস হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। অনেক শিক্ষার্থী বিকেলে ভোট দিতে এসেছেন।  এছাড়া ভোট দিতে অনেক শিক্ষার্থী আধাঘণ্টা করে সময় নিচ্ছেন। তাই ভোটগ্রহণ কার্যক্রম এখনো শেষ হয়নি।'

'প্রশাসনের অনুমতি নিয়েই এখানে ভোট নেওয়া হচ্ছে,' বলেন তিনি।

সারাদিন নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছেলেদের আল বেরুনী হলে ভোটার ২১০, এ এফ এম কামাল উদ্দিন হলে ৩৩৩, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪, শহীদ সালাম-বারকত হলে ২৯৮, মওলানা ভাসানী হলে ৫১৪, ১০ নম্বর হলে ৫২২, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০, রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০, ২১ নম্বর হলে ৭৩৫, কাজী নজরুল ইসলাম হলে ৯৯২ এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia contribution to Bangladesh democracy

A leader who strengthened our struggle for democracy

Khaleda Zia leaves behind an enduring legacy of service.

13h ago