ভোট গণনায় পুরো রাত লেগে যেতে পারে: জাকসু প্রধান নির্বাচন কমিশনার

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষ করতে আজ শুক্রবার সারারাত লেগে যেতে পারে।

রাত সাড়ে ৮টার দিকে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, 'আমাদের এখানে বিভিন্ন সীমাবদ্ধতা আছে। ভোট গণনা অব্যাহত আছে। এটা লাইভ সম্প্রচার করা হচ্ছে।'

কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, 'স্পেসিফিক বলতে পারছি না। আজকে রাত পুরোটা লেগে যেতে পারে। '

'ইতোমধ্যে কাউন্টিংয়ের স্পিড বাড়ানোর জন্য বেশি করে লোক ইনভলভ করেছি, টেবিল সংখ্যা বাড়িয়েছি,' বলেন অধ্যাপক মনিরুজ্জামান।

তিনি আবার বলেন, 'আমরা আশা করি আজকে রাতের মধ্যেই ভোট গণনার কাজ শেষ করব, পরে নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণা করতে পারব।'

ফলাফল ঘোষণায় দেরি করার মধ্য দিয়ে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচন কমিশনের কাজ নির্বাচন অনুষ্ঠিত করা, বানচাল করা না।' 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনা হবে বলে জানালেও, পরে মেশিন সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে ব্যালট গোনার সিদ্ধান্ত হয়।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়া হয় এবং সব প্রস্তুতি শেষে রাত ১০টার পর শুরু হয় গণনা। প্রথমে হল সংসদের ভোট ও পরে কেন্দ্রীয় সংসদের ভোট গোনার সিদ্ধান্ত নেয় কমিশন। 

প্রথমে জানানো হয় শুক্রবার সকালে জানানো হবে ভোটের ফল। পরে দুপুরে এবং এক পর্যায়ে রাতে ফল ঘোষণার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। 

প্রধান নির্বাচন কমিশনার জানান, এক শিক্ষকের মৃত্যু ও শুক্রবার হওয়ার কারণে ভোট গণনায় বিলম্ব হয়েছে।

আজ শুক্রবার রাতে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচনে মোট ১১ হাজার ৭৪৩ জন নিবন্ধিত ভোটার ছিলেন। তাদের মধ্যে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।   

Comments