১৮ হলের ভোট গণনা শেষ, এখনো বাকি ৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। আজ শুক্রবার দুপুর ১টা ৭টা পর্যন্ত ১৮টি হলে ভোট গণনা শেষ হয়েছে। এখনো বাকি আছে তিনটি হলের ভোট গণনা।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য রেজওয়ানা করিম স্নিগ্ধা সিনেট ভবনের কমিশনের অফিস থেকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে একজন শিক্ষকের মৃত্যুজনিত কারণে ভোট গণনার কাজ কিছুটা দেরিতে শুরু হয়।
এদিকে, ভোট শেষ হওয়ার ২০ ঘণ্টা পার হলেও জাকসু ও হল ইউনিয়ন নির্বাচনের গণনা এখনো শেষ হয়নি।
নির্বাচনে মোট ১১ হাজার ৭৪৩ জন নিবন্ধিত ভোটার ছিলেন। তাদের মধ্যে প্রায় ৬৭–৬৮ শতাংশ ভোট দিয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ।
কমিশন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভোট গণনা গতকাল রাত সাড়ে ১০টার দিকে শুরু হয়। হল ইউনিয়নের ফলাফল সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় ইউনিয়নের ভোট গণনা করা হবে।
বিলম্বের কারণ ব্যাখ্যা করে নির্বাচনী কর্মকর্তারা জানান, ভোট ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, তাই সময় বেশি লাগছে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি কেন্দ্রের সব ব্যালট বাক্স না আসা পর্যন্ত গণনা শুরু করা সম্ভব হয়নি।
Comments