হালদায় নমুনা ডিম ছাড়ছে মা মাছ

মিঠা পানি, হালদা নদী, চট্টগ্রাম, নমুনা ডিম,
সংগ্রহ করা নমুনা ডিম। ছবি: সংগৃহীত

মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালবাউস) মা মাছেরা নমুনা ডিম ছাড়তে শুরু করেছে।

গতকাল বুধবার জোয়ারের সময় রাত সাড়ে ১১টায় এবং ভাটার সময় রাত ৩টার দিকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে নমুনা ডিম পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারী ও মৎস্য অফিসের কর্মকর্তারা।

জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিম ছাড়ার জো চলছে। এর মধ্যে মা মাছ নমুনা ডিম ছাড়তে শুরু করেছে। তবে তা খুব সামান্য। কাল-পরশু আরও ডিম ছাড়বে বলে আমরা আশা করছি।

স্থানীয়রা জানান, হাটহাজারীর রামদাসমুন্সির হাট, মাছুয়াঘোনা, আমতুয়া ও নয়াহাট পয়েন্টে নমুনা ডিম পেয়েছেন সংগ্রহকারীরা।

ডিম সংগ্রহকারী আশু বড়ুয়া বলেন, 'নমুনা ডিম ছেড়েছে মা মাছ। আমরা আজ রাতে নৌকা নিয়ে ডিম সংগ্রহে যাব। আশা করছি এই জোয়ে মা মাছ ডিম ছাড়বে।'

জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী বলেন, 'বৃষ্টি এবং বজ্রপাত বেশি হলে মাছ তাড়াতাড়ি ডিম ছাড়ত এবং ডিমের পরিমাণ বেশি পাওয়া যেত। তবে, আমরা এখনো ভালো কিছুর জন্য আশাবাদী।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago