যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রাম ছাড়ার ২ ঘণ্টা পর ফিরে এলো এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ফ্লাইট

শাহ আমানত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ছাড়ার প্রায় ২ ঘণ্টা পরে ফিরে এসেছে এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী একটি ফ্লাইট।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪৯ জন যাত্রী নিয়ে শারজাহগামী ফ্লাইটটি বিমানবন্দর ত্যাগ করে। 

তিনি বলেন, 'ফ্লাইটটি কলকাতার কাছাকাছি পৌঁছানোর পর উড়োজাহাজে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। এটি পরে ফিরে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।'

গ্রুপ ক্যাপ্টেন তসলিম আরও বলেন, 'সমস্যা দেখে দেওয়ার পর পাইলট রিস্ক নেননি। তাই উড়োজাহাজটিকে ফিরিয়ে এনেছেন। এটি এখন বিমানবন্দরেই আছে। ল্যান্ড করার পর এয়ারপোর্টে থেকে টো করে এটিকে সরিয়ে নেওয়া হয়েছে।'

তিনি আরও জানান, উড়োজাহাজের সমস্যা সমাধানের কাজ চলছে। যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে এবং তাদের খাবার সরবরাহ করা হয়েছে।'

'ফ্লাইটের যাত্রীদের রাত্রিযাপনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে,' যোগ করেন তিনি। 

 

Comments

The Daily Star  | English
salahuddin ahmed

‘If confident of victory, why want to delay election,’ BNP’s Salahuddin asks Jamaat

‘If confident of victory, why want to delay election,’ BNP’s Salahuddin asks Jamaat

40m ago