কিশোরগঞ্জে বগি লাইনচ্যুত হয়ে আটকা ২ ট্রেন, ৪ ঘণ্টা পর চালু

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনের আউটার সিগনালে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গচিহাটা সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

এতে চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস গচিহাটা স্টেশনে এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এর ৪ ঘণ্টারও বেশি সময় পর রাত পৌনে ৮টার দিকে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বগি লাইনচ্যুতির কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, 'বিকেল সাড়ে ৩টার দিকে গচিহাটা সিগনাল পয়েন্টে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বিজয় এক্সপ্রেস গচিহাটায় এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়ে।

তিনি আরও জানান, রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মীরা উদ্ধার কাজ করার পর রাতে পৌনে ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

Comments

The Daily Star  | English

Bangladesh signs three key ILO conventions on workers’ rights

Bangladesh has become the only country in South Asia to ratify all 10 fundamental ILO conventions

32m ago